Header Ads Widget

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নিজেদের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার দাবি

    

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নিজেদের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার দাবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। ঢাকা, ২৭ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজেদের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায়ে আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করবে তারা।

আজ সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান শাখা ছাত্র অধিকার পরিষদের নেতারা। তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে ৭০০ শিক্ষক আছেন। সেখানে জগন্নাথের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বেশির ভাগ শিক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক রিয়াদ হাসান, অর্থ সম্পাদক মো নুহীন ফিল আল আমিন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments