গাজীপুরের সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়তে অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ফলপট্টিতে আজ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি গাজীপুরের সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ সকাল সাড়ে আটটার দিকে আড়তের ফলপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আলুপট্টি, কাঁচাবাজার ও মুদিদোকানে ছড়িয়ে পড়ে।
কয়েকজন দোকানদার বলেন, আড়তের ফলপট্টিতে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর মধ্যেই শত শত ফলের দোকান পুড়ে আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজীব আহমেদ বলেন, ‘সকাল সাড়ে আটটায় আমরা আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
0 Comments